মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মদের গুদামে হানা দিয়েছে ১৪টি হাতি। এদের অনেকে যখন মদের গুদাম তছনছ করতে ব্যস্ত তখন দুই হাতি নিশ্চিন্তে মদ্যপান করে। ঢক ঢক করে সাবাড় করে দেয় ৩০ লিটার মদ। এর পরই শুরু হয় ওই দুই হাতির তাÐব। মাতাল অবস্থায় এরপর ওই দুই হাতি জঙ্গলের পথে পাড়ি দেয়। কিন্তু বেসামাল অবস্থায় রাস্তার ধারে একটি চা বাগানে ঢুকে পড়ে। শেষমেশ ওই দুই হাতি চা বাগানে ঘুমিয়ে পড়ে। আর সেই ছবি ওঠে সিসিটিভি ফুটেজে। ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জানা যায়, দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের এক গ্রামে ঘটেছে এই ঘটনা। ১৪টি হাতি খাবারের খোঁজে আচমকা হানা দিয়েছিল মদ প্রস্তুতকারক একটি বাড়িতে। সেখানে গম থেকে উৎপন্ন করা হচ্ছিল মদ। হাতিরা খাবার না পেয়ে গুদাম তছনছ করে দিয়ে যায়। কিন্তু ওই দুই হাতি ৩০ লিটার মদ পান করে ফেলে। মাতাল ওই দুই হাতির চা বাগানে শুয়ে থাকার ছবি তোলেন বিংবিং নামের এক ট্র্যাভেল ফটোগ্রাফার। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।