Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘর থেকে বের হলেই পুলিশের লাঠিচার্জ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে ভারতজুড়ে চলছে ‘জনতা কারফিউ’। এ উপলক্ষে সরকার প্রধান নরেন্দ্র মোদি বলেন, ‘আসুন, আমরা সবাই এই কার্ফুর অংশীদার হই, যা কোভিড-নাইনটিন মোকাবিলার লড়াইকে আরও ত্বরান্বিত করবে। এই পদক্ষেপ আগামীতে আমাদেরই সহায়তা করবে। বাসায় থাকুন, সুস্থ থাকুন।’ ভারতীয় সরকারের এই ডাকে সাড়া দিয়ে ভারতের সব বড় বড় নগরীগুলো দিনভর ফাঁকা ছিল। যদিও অনেকেই বের হয়েছেন রাস্তায়। তবে রাস্তায় এসে শাস্তিস্বরূপ পুলিশের লাঠির আঘাতও ভোগ করতে হচ্ছে অনেককেই। ফেসবুক-ট্ইুটারে এমন বেশ কয়েকটি ভিডিও এরই মধ্যে ঘুরে বেড়াচ্ছে। গেল বৃহস্পতিবার ‘জনতা কারফিউ’র ডাক দেন বিজেপি নেতা মোদি। এতে ভারতীয়দের স্বেচ্ছায় গৃহবন্দি থাকার নির্দেশনা দেয়া হয়। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ