রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নে বাঁশঝাড় থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
গত শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত রানু বেগম (৪৫) ঢাকার ধামরাই উপজেলার নান্না-সুয়াপুর গ্রামের আরমান আলীর স্ত্রী।
বেতিলা-মিতরা গ্রামের আফরোজ আহমেদ জানান, নিহত রানু বেগম তার খালা। তার খালাতো বোনের সাথে তার ভাইয়ের বিয়ে হয়েছে। খালা মানসিকভাবে অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য গত তিনমাস ধরে তার খালা, খালু ও এক খালাতো বোন তাদের বাড়িতে অবস্থান করছিলেন। মাসখানেক আগে তার খালা তাদের বাড়ি থেকেই নিখোঁজ হন। নিখোঁজের পরপরই এলাকায় মাইকিং করে খোঁজার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে রানুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অসুস্থতাজনিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাসখানেক আগে নিখোঁজের পরপরই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।