মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষে শনিবার একজনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ ও বন্দিদের সঙ্গে পরিবারের সাক্ষাৎ বন্ধের জেরে এ সংঘর্ষ হয়। করোনার জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালত জরুরি পরিষেবা ছাড়া ৩১ মার্চ পর্যন্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে। স্থগিত রাখা হয়েছে বন্দিদের জামিনের আবেদনও। অন্যদিকে যাবজ্জীবন দÐপ্রাপ্ত বন্দীদের প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। খবরে বলা হয়, করোনাভাইরাস আতঙ্কের জেরে ভারতের একটি কারাগারে আগুন দিয়েছে বন্দিরা। শুধু তাই নয়, পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছে তারা। ভারতীয় গণমাধ্যম স‚ত্রের খবর, শনিবার বন্দি ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে এক বন্দি নিহত হয়েছেন। এছাড়া আরও ৯জন আহত হয়েছেন। জানা গেছে, কিছুদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ বছরের বেশি সময় ধরে থাকা বন্দিদের প্যারোলে মুক্তি দেয়ার কথা জানানো হয়েছিল। করোনা আতঙ্কের মধ্যেই সেই তালিকা প্রকাশ করা হচ্ছে এমন খবর পেতেই ট্রায়ালে থাকা বন্দিরা শনিবার বিক্ষোভ দেখাতে শুরু করেন। সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। পুলিশ-বন্দি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কারাগার। কারাগারের একটা বড় অংশের দখল নিয়ে নেয় বন্দিরা। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।