মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের উৎপত্তি শহর চীনের উহানে নতুন করে আর কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলছে না। অনেকটাই স্বাভাবিক হতে চলেছে সেখানকার জীবন-যাপন। এতো দ্রæত সময়ের মধ্যে চীনের উহান শহর করোনা মুক্ত হওয়ায় অনেকেই আতশবাজি ফুটিয়ে উল্লাস করছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত জানুয়ারি মাসে উহান শহর লকডাউন ঘোষণা করা হয়। সবার যাতায়াতে কড়াকড়ি আরোপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে এমনটা জানিয়ে ইতিমধ্যে উহানে স্থাপিত ১৬টি অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। চীনের বিভিন্ন প্রদেশ থেকে আসা চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীরা নিজ নিজ প্রদেশে চলে গেছেন। মানুষ কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা মাত্র ৬ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২,৪৪০ জন। নভেল করোনাভাইরাসের উৎস চীনের উহান শহরে টানা চতুর্থ দিন নতুন করে কেউ আক্রান্ত হননি। শুধু উহানই নয়, গোটা হুবেই প্রদেশেই নতুন সংক্রমণের সংখ্যা শ‚ন্য। শনিবার চীনে যতজন করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন, তাদের প্রায় সবাই বিদেশফেরত। রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৪৫ জনই বিদেশফেরত। এদিন চীনে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন কোভিড-১৯ রোগী। এর মধ্যে পাঁচজনই হুবেই প্রদেশের। চীনের মূল ভ‚খÐে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৪ জন, মারা গেছেন মোট ৩ হাজার ২৬১ জন। দেশটিতে প্রায় ৬০ হাজার রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা নিয়ন্ত্রণে উহানের অভাবনীয় সাফল্য বাকি বিশ্বকে আশার আলো দেখাচ্ছে। তবে বিদেশফেরত রোগীর সংখ্যা বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। গত ৩১ ডিসেম্বর উহানে প্রথমবারের মতো ধরা পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৮৮টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ জন। সারাবিশ্বে অন্তত ৯৫ হাজার ৭৯৭ জন রোগী চিকিৎসার মাধ্যমে করোনামুক্ত হয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।