Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা পুতিনের নিয়ন্ত্রণে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

গোটা পৃথিবী যখন করোনা ভাইরাসের ভয়ে ভীত, হন্যে হয়ে খুঁজছে সংকট মোকাবিলায় পথ; তখন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দাবি করছেন, তিনি রাশিয়ায় এই ভাইরাসকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন। পরিসংখ্যানও পুতিনের দাবির পক্ষেই সাক্ষ্য দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হওয়ায় ভাইরাসটি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হয়েছে রাশিয়া। চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার। সে দেশে জানুয়ারিতে প্রথম ভাইরাসের সংক্রমণ দেখা দিলেও বিস্ময়করভাবেই আক্রান্তের সংখ্যা এখন একেবারেই কম। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী, প্রায় সাড়ে ১৪ কোটি জনসংখ্যার দেশ রাশিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০৬ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে মাত্র একজনের। রাশিয়া সরকারের ভাষ্য অনুযায়ী- করোনাভাইরাস নিয়ন্ত্রণে পুতিনের কৌশল কাজে দিয়েছে। রুশ প্রেসিডেন্টের মতও তাই। এ সপ্তাহে পুতিন বলেছেন, করোনার বিস্তার ঠেকাতে পেরেছে তার দেশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সিএনএন বলছে, চীনে করোনার সংক্রমণ ধরা পড়ার পরপরই সচেতন হয়ে যায় রাশিয়া। ৩০ জানুয়ারি চীনের সঙ্গে ২৬শ’ মাইলের সীমান্ত বন্ধ করে দেয় তারা। মুহ‚র্তেই কোয়ারেন্টিন জোন গড়ে তোলে পুতিনের সরকার। করোনা ঠেকাতে রাশিয়ার এই কৌশল কাজে দিয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা প্রতিরোধে সবথেকে জোর দিচ্ছে বেশি বেশি পরীক্ষার ওপর। রাশিয়ায় সংস্থাটির প্রতিনিধি ড. মেলিতা ভোজনোভিস বলেছেন, আক্ষরিক অর্থে এই পরীক্ষার কাজই জানুয়ারির শেষে শুরু করে রাশিয়া। একই সঙ্গে সীমান্ত বন্ধে পদক্ষেপ নেয় তারা।তিনি বলেন, পরীক্ষা এবং করোনায় আক্রান্তদের শনাক্ত, তাদের সঙ্গে যোগাযোগ এবং আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখার রাখার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটিই করেছে রাশিয়া। অন্য যেকোনও দেশের তুলনায় খুব দ্রæত গতিতে করোনার পরীক্ষা চালিয়েছে তারা। ফেব্রুয়ারির শুরু থেকে ব্যাপকহারে এই কার্যক্রম চালু করে তারা। শারীরিক দ‚রত্ব বজায় রাখা অর্থ্যাৎ একজন থেকে আরেকজনের দ‚রে রাখার ব্যাপারটিও এই সংকট মোকাবিলায় কার্যকরী ভ‚মিকা রাখে। এখানেও শক্ত পদক্ষেপ ছিল রাশিয়ার। বিমানবন্দরে বিশেষ করে চীন ও দক্ষিণ কোরিয়া থেকে আসা ব্যক্তিদের পরীক্ষায় বেশি গুরুত্ব দেয় দেশটি। তবে বিপদ দেখা দেয় ইতালি থেকে আসা ব্যক্তিদের নিয়ে। এই দেশ থেকে ফেরা ব্যক্তিদের ওপর তেমন গুরুত্ব না দেওয়ায় ছড়াতে থাকে ভাইরাসের সংক্রমণ। তবে শেষ পর্যন্ত পরিস্থিত নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয় বলে কর্তৃপক্ষের দাবি। আরটি, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ