মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনায় আক্রান্ত বিশ্বের ১৮৬টি দেশ। কিন্তু এখন পর্যন্ত উত্তর কোরিয়া এই হিসাবের বাইরে রয়েছে। উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উনের কঠোর নিয়ন্ত্রণে থাকা এই দেশে করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা বাইরের বিশ্বের কাছে এখনো অজানা। এদিকে করোনা মোকাবেলায় উত্তর কোরিয়াকে সহায়তা করতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ নেতা কিম জং উনকে চিঠি দিয়েছেন। করোনা প্রতিরোধে চিঠিতে উত্তর কোরিয়ার প্রশংসাও করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে আরও বলেন, এই সহায়তার মধ্য দিয়ে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত হবে। হোয়াইট হাউজের এক উচ্চপদস্থ কর্মকর্তা কিমকে ট্রাম্পের চিঠি লেখার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা আরও বলেন, বৈশ্বিক মহামারী মোকাবেলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা হিসেবেই কিমকে এই চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। কেসিএনএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।