মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিজোরামে আংশিক লকডাউন ঘোষণা করল মিজোরাম সরকার। রাজ্যের সমস্ত জেলাতেই এই আংশিক লকডাউন চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। করোনাভাইরাসের মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করার পর সন্ধ্যায় মন্ত্রিসভা অনুমোদন দেয় এই সিদ্ধান্তের। তারপরই ঘোষণা হয় আংশিক লকডাউনের বিষয়টি। প্রশাসনের তরফে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২২ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ওই লকডাউন থাকবে। এই সময় ওষুধের দোকান ও অত্যাবশ্যক সামগ্রীর দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি সব রকমের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। তার মধ্যে দুচাকার ট্যাক্সিও রয়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে অ্যাম্বুল্যান্স, দমকল ও অন্যান্য আপৎকালীন পরিষেবার যানবাহনকে। ছাড় রয়েছে সংবাদমাধ্যমের যানবাহনেও। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।