Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরের সব ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ২:১৭ পিএম

নোভেল করোনাভাইরাসের বিস্তার রোধে গতকাল শনিবার সব মসজিদ, গির্জা ও ধর্মীয় প্রার্থনা সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে মিসরের ধর্মীয় কর্তৃপক্ষ। করোনা ভাইরাসে এখন পর্যন্ত মিশরের ২৯৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ১০ জন মৃত্যুবরণ করেছেন। শনিবার (২১ মার্চ) এই নির্দেশনা জারি করা হয়।
দেশজুড়ে বিভিন্ন মসজিদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ধর্মীয় ওয়াকফ কর্তৃপক্ষ ও কপটিক অর্থোডক্স গির্জা এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত অন্তত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
আলাদা বিবৃতিতে মন্ত্রণালয় ও গির্জা জানায়, প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের বড় জমায়েত এড়িয়ে চলতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। কারণ এতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপক শঙ্কা রয়েছে।
ধর্মীয় ওয়াকফ মন্ত্রণালয় জানায়, সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ থেকে শুরু হয়ে আগামী দুই সপ্তাহ যা অব্যাহত থাকবে।
মসল্লিদের বাড়িতেই নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আর নির্দেশনায় কপটিক অর্থোডক্স গির্জা জানায়, তারা সব গির্জা বন্ধ ও ধর্মীয় অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
মসল্লিদের বাড়িতেই নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আর নির্দেশনায় কপটিক অর্থোডক্স গির্জা জানায়, তারা সব গির্জা বন্ধ ও ধর্মীয় অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ