Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা নিয়ে ব্যস্ততার সুযোগে ইরানে হামলার পরামর্শ পম্পেওর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:৫১ পিএম

চলমান করোনাভাইরাসের মহামাড়িতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত সপ্তাহে ইরানের সামরিক অবস্থানে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিলেন বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, ট্রাম্প পম্পেওর পরামর্শ না শুনে ইরাকে কথিত ইরান-সমর্থিত আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা সীমিত রাখার নির্দেশ দিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পম্পেও ইরানের সেনা অবস্থানে হামলা চালানোর যে প্রস্তাব করেন তার প্রতি হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন ও মার্কিন জাতীয় গোয়েন্দার ভারপ্রাপ্ত প্রধান রিচার্ড গ্রেনেল সমর্থন জানান। কিন্তু বৈঠকে উপস্থিত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জন এসপার ও সেনাপ্রধান জেনারেল মার্ক এ. মিলি এ প্রস্তাবের বিরোধিতা করেন। তারা বলেন, ইরানের সামরিক অবস্থানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্যাপকভিত্তিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

উভয়পক্ষের বক্তব্য শোনার পর প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য সমর্থন করে ট্রাম্প শুধুমাত্র ইরাকের কথিত ইরান-সমর্থিত আধাসামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটিতে হামলার নির্দেশ দেন।

নিউ ইয়র্ক টাইমস লিখেছেন, মাইক পম্পেও তার প্রস্তাবে বলেন, ইরান সরকার বর্তমানে করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে এবং এ অবস্থায় সেদেশের ওপর কঠোর হামলা তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করতে পারে। পম্পেও তার প্রস্তাবে পারস্য উপসাগরে মোতায়েন ইরানের যুদ্ধজাহাজেও হামলা চালানোর কথা বলেছিলেন।

কিন্তু প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করায় ইরান সম্পর্কে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমেরিকার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে তীব্র মতপার্থক্য স্পষ্ট হলো।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ