Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুর্কিনা ফাসোতে একসঙ্গে চার মন্ত্রী করোনা আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:১৩ পিএম

করোনাভাইরাস কাউকে করুণা করে না। ধনী গরীব-কাউকেই ছাড় দেয় না। দেশে দেশে তাই এই মহামারী রোগে (কোভিড-১৯) সাধারণ মানুষের পাশাপাশি মন্ত্রী, আমলা, ব্যবসায়ী, সেলিব্রটিরাও আক্রান্ত হয়েছেন। কিন্তু কোনো দেশেই এখন পর্যন্ত একজনের বেশি মন্ত্রী আক্রান্ত হয়েছেন বলে শোনা যায়নি। একসঙ্গে চারজন মন্ত্রী তো নয়-ই। কিন্তু এমন ঘটনাও ঘটেছে আফ্রিকান দেশ বুরকিনা ফাসোতে। ব্রিটিশ বার্তা সংস্থা তাদের প্রতিবেদনে খবরটি প্রকাশ করেছে।
জানা গেছে, শনিবার বুরকিনা ফাসো’র হেলথ এমার্জেন্সি রেসপন্স অপারেশনস সেন্টার এক বিবৃতিতে তার দেশটির চারজন মন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানায়। এরা হচ্ছেন-পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষা মন্ত্রী এবং খনিজ সম্পদ মন্ত্রী। সম্প্রতি তারা করোনায় আক্রান্ত হন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।
বুর্কিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী আলফা ব্যারি স্থানীয় সময় শুক্রবার এক টুইট বার্তায় জানান, ‘গুজব অবশেষে সত্যি হয়েছে। আমি এইমাত্র জানতে পারলাম যে, আমি কোভিড-১৯ পজিটিভ।’ এর আগে পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
দেশটির খনিজমন্ত্রী ওমারোউ ইদানি, শিক্ষামন্ত্রী স্ট্যানলিম ওউরাউ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিমিওন সোয়াদোগো প্রত্যেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।
গত ১১ মার্চ দেশটির মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে তাতে সব মন্ত্রী ছিলেন কিনা তা এখেনো জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে, যারা ওই বৈঠকে অংশ নিয়েছিলেন তারা প্রত্যেকেই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজে বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ও এই তথ্য নিশ্চিত করেছে। বুরকিনা ফাসো আফ্রিকার একটি অনুন্নত দেশ।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংগঠনের স্বাস্থ্য কর্মকর্তরা দেশটি করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বলে তাদের শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে বিবিসি জানিয়েছে, আফ্রিকায় বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব বেশ জোড়ালো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ