নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। দিনের পর দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তাতে বাড়ছে মৃত্যুর হারও। বাংলাদেশে ইতোমধ্যে ২৪জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে, মারা গেছেন দু’জন। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছেন হোম কোয়ারেন্টিনে। এমন অবস্থায় মাস্ক, স্যানিটাইজারসহ অনেক দ্রব্যের দাম বেড়ে গেছে। এতে মর্মাহত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন।
এমন দুর্যোগপ‚র্ণ অবস্থায় বিনা কারণে দ্রব্য মূল্য বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছেন না রুবেল। জাতীয় দলের ডানহাতি এই পেসার তাই ক্ষোভ ঝেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে নিজেদেরকে লোভী ও নির্মম জাতি বলেছেন তিনি। এক পর্যায়ে লোভী, অমানুষ শব্দও ব্যবহার করেছেন তিনি। বিনা কারণে দ্রব্যম‚ল্য বাড়ানো ব্যবসায়ীদের ‘সত্যিকারের করোনাভাইরাস’ হিসেবে অভিহিত করেছেন রুবেল। রুবেল হোসেন তার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চীনে এতো বড় একটা বিপর্যয় গেল, মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০ থেকে ১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!’ অকারণে ম‚ল্য বৃদ্ধিকারীদের ধিক্কার জানিয়ে রুবেল লিখেছেন, ‘মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের, যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। তারাই আসলে দেশের করোনাভাইরাস।’
রুবেল হোসেনসহ বাংলাদেশের বাকি ক্রিকেটাররা বর্তমানে খেলার বাইরে আছেন। করোনা ভাইরাস সতর্কতায় দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।