Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ৫ লাখ কিট পাঠিয়েছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের অনুরোধে দেশটিকে করোনা ভাইরাস শনাক্তের পাঁচ লাখ কিট পাঠিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা পার্লামেন্টে জানিয়েছেন, নিজেদের দেশে করোনা পরীক্ষার পরিমাণ বাড়াতে চায় তারা। এখন পর্যন্ত মোট দশ হাজার জনের পরীক্ষা করা হলেও প্রতিদিনই তারা ১০ থেকে ১৫ হাজার মানুষের পরীক্ষা করতে চান বলে জানান তিনি। তুরস্কে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৭০ জন। এর মধ্যে মারা গেছে ৯ জন। করোনা ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে দেশটির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আইনপ্রণেতাদের উদ্দেশে তাদের প্রতি ধন্যবাদ জানানোর আহ্বান জানান তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন। সামনের দিনগুলোতে তুরস্কে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা আরও বাড়ানো হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা বলেন, আমাদের লক্ষ্য প্রতিদিন ১৫ হাজার পরীক্ষা করা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে পরীক্ষাগারের সংখ্যা ২৫টি থেকে বাড়িয়ে ৩৬টি করা হবে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ইরান ও ইতালিকে দায়ী করেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চীন থেকে আসা ব্যক্তিদের দেশজুড়ে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়ে ইউরোপে করোনা ভাইরাসের বিস্তার ঘটিয়েছে ইতালি’। আনাদোলু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ