Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা অংশীদারিত্বের আশ্বাস

পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর আলাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এ সময় তিনি দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক নিরাপত্তা অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন। পাকিস্তান আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রী এসপার আফগান সমঝোতা প্রক্রিয়ায় সহায়তার জন্য পাকিস্তানের প্রশংসা করেন। যার ফলশ্রুতিতে গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন মার্কিন মন্ত্রী। এই টেলিফোনালাপের কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি করোনাভাইরাস মোকাবেলায় পাকিস্তানকে ১ মিলিয়ন ডলার সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন। এক্সপ্রেস ট্রিবিউন, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ