Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজবের অভিযোগ পম্পেওর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছে চীন, রাশিয়া, ইরান। এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও । যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মাইক পম্পেও এই অভিযোগ করেন। মাইক পম্পেও বলেন, জনগণ বিশ্বজুড়ে এবং টুইটারে যে গুজব দেখছে আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই। এর কিছু কিছু সরকার থেকে ছড়ানো হচ্ছে। আবার কিছু কিছু নির্দিষ্ট গোষ্ঠীদের থেকে ছড়াচ্ছে।এসময় মাইক পম্পেও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সকল জনগণকে করোনা নিয়ে ছড়ানো গুজব এড়িয়ে চলার আহ্বান জানান। বিশ্বের ১৬৬টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ হাজার মানুষ। মারা গেছেন ১১ হাজারেরও বেশি মানুষ। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ