Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিউনিসিয়ায় লকডাউন ঋণ পরিশোধ স্থগিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

তিউনিসিয়ায় করোনা ভাইরাসের বিস্তাররোধে সাধারণ লকডাউন জারি করা হয়েছে। এর ফলে মানুষের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। উত্তর আফ্রিকার দেশটিতে এখন পর্যন্ত ৫৪ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। এরই মধ্যে দেশটি ক্যাফে, রেস্তোরাঁ ও মসজিদ বন্ধ ঘোষণা করেছে। ব্যাংক স‚ত্রের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, দরিদ্রদের জন্য আগামী ছয় মাস ঋণ পরিশোধ স্থগিত রাখবে তিউনিসিয়ার ব্যাংকগুলো। ভাইরাসের প্রভাবে সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ বলেন, ভয় বা আতঙ্কের কিছু নেই। রাষ্ট্র আপনাদের পাশে আছে। আমি তিউনিসিয়ার জনগণকে বাসায় থাকার ও শুধু জরুরি প্রয়োজনে বের হওয়ার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র খাবার ও স্বাস্থ্য ও নিরাপত্তার মতো জরুরি সেবা প্রদান করবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ