Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ.আফ্রিকার ছয় প্রদেশে ছড়িয়েছে করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

দক্ষিণ আফ্রিকার ৯টি প্রদেশের মধ্যে ৬টি প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইতিমধ্যে শনাক্ত হওয়া ১৫০ জন ছাড়াও নতুন করে শনাক্ত হয়েছে ৫২ জন। সবমিলিয়ে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০২ এ। করোনাভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক সংক্রমিত হয়েছে হাইটেং (জোহানসবার্গ) প্রদেশে,যেখানে আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত ৮১। এছাড়া দ্বিতীয় ঝুঁকিপ‚র্ণ প্রদেশের মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ক্যাপ (কেপটাউন) প্রদেশ যেখানে সংক্রমিত গতকাল পর্যন্ত ৫৬। এছাড়া তৃতীয় ঝুঁকিপ‚র্ণ প্রদেশের মধ্যে রয়েছে কোয়াজুলু নাটাল প্রদেশ যেখানে সংক্রমিত ২৫। এছাড়া ফ্রি স্টেইট,পুমালংগা ও লিম্পুপু প্রদেশে মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪০। এছাড়া ইষ্টার্নক্যাপ, নদার্ণক্যাপ ও নর্থওয়েষ্ট প্রদেশ এখনও করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রয়েছে। এ দিকে শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রী মিডিয়ার সঙ্গে নিয়মিত ব্রিফিংএ আজ সকালে বলেছেন, করোনাভাইরাসের আক্রমণ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আকার ধারণ করতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ