Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে তীব্র হচ্ছে করোনা সংক্রমণ

কলকাতায় নেমে উধাও ১৪ হাজার বিদেশি নাগরিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এখন পর্যন্ত তিনজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে দু’জন সম্প্রতি ব্রিটেন থেকে দেশে ফিরেছেন। এর ফলে শহরবাসীর মনে সম্প্রতি বিদেশফেরত নাগরিকদের নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। শুধু বিদেশ ঘুরে আসা লোকজনই নয়, চিন্তা বাড়াচ্ছেন গত দু’সপ্তাহে কলকাতায় আসা ১৪ হাজার বিদেশি নাগরিকও। তাদের মধ্যে অনেকে চীন, ইউরোপ বা উপসাগরীয় দেশগুলো থেকে এসেছেন। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ওই রাজ্যে ১৯ হাজার ৫শ মানুষ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। তাদের অধিকাংশই বিদেশফেরত। কিন্তু ১ মার্চ থেকে ১৭ মার্চের মধ্যে যেসব বিদেশি কলকাতায় এসেছেন, তারা কোথায় আছেন সে সম্পর্কে সঠিক তথ্য রাজ্য সরকারের কাছে নেই। নবান্নের স্বরাষ্ট্র দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, এ তথ্য রাখার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা বিদেশি নিবন্ধীকরণ বিভাগের। তারাই ম‚লত শহরে আসা বিদেশিদের খোঁজখবর রাখেন। অপরদিকে, করোনা সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভারতে। শনিবার সেখানে নতুন ৩৫ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে আরো বলা হয়েছে, আক্রান্ত ২৫৮ জনের মধ্যে ৩৯ জন বিদেশী রয়েছেন। তার মধ্যে ১৭ জন ইতালির নাগরিক। তিন জন ফিলিপাইনের, দু’জন ব্রিটিশ, একজন করে কানাডা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের নাগরিক। এ যাবত সেখানে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে চারজন রোগী দিল্লি, কর্নাটক, পাঞ্জাব ও মহারাষ্ট্রের। লাদাখের তিন জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে শুক্রবার। এ সংখ্যা ৬৩। দিল্লির প্রতিবেশী নয়ডায় আরো একজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। সব মিলিয়ে নয়ডায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫। জেলা প্রশাসন তার আবাসিক সোসাইটিকে শনিবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন করেছেন। এখানে বসবাস করেন কয়েক হাজার নাগরিক। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ সংখ্যা ৫২। এর মধ্যে রয়েছেন তিনজন বিদেশী। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জনসাধারণের কাছে গণপরিবহন ব্যবহার এড়িয়ে চলার উদাত্ত আহŸান জানিয়েছেন। অফিস ও দোকানপাট বন্ধ রাখার অনুরোধ করেছেন তিনি। রোববার থেকে এক সপ্তাহের জন্য বন্ধ হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। এর প্রেক্ষিতে ইতালির রাজধানী রোমে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে শনিবার বিকেলে ৭৮৭ ড্রিমলাইনার বিমান পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া। ওদিকে কেরালায় করোনা সংক্রমিত হয়েছেন কমপক্ষে ৪০ জন। এর মধ্যে সাত জন বিদেশী। দিল্লিতে আক্রান্ত হয়েছেন ২৬ জন। এর মধ্যে একজন বিদেশী। উত্তর প্রদেশে আক্রান্ত হয়েছেন ২৪ জন। এর মধ্যে রয়েছেন একজন বিদেশী। কর্নাটকে আক্রান্ত হয়েছেন ১৫ জন। লাদাখে আক্রান্তের সংখ্যা ১৩। জম্মু-কাশ্মীরে ৪। তেলেঙ্গানায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে ১১ জন বিদেশী। রাজস্থানে আক্রান্ত হয়েছেন ১৭ জন। এর মধ্যে দু’জন বিদেশী। গুজরাটে আক্রান্ত হয়েছেন ৭ জন। হরিয়ানায় আক্রান্তের সংখ্যা ১৭। এর মধ্যে ১৪ জন বিদেশী। তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও উত্তরাখন্ডে আক্রান্ত হয়েছেন তিনজন করে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও পাঞ্জাবে আক্রান্ত হয়েছেন দু’জন করে। পুন্ডুচেরি, ছত্তিশগড় ও চন্ডিগড়ে একজন করে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রের জালনায় ৬ লাখ রুপি ম‚ল্যের হ্যান্ড স্যানিটাইজারের স্টক গড়ে তোলার দায়ে শনিবার ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিউনিসিপ্যাল ও পঞ্চায়েত নির্বাচন অস্থায়ীভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অরুণাচল প্রদেশ নির্বাচন কমিশন। এনডিটিভি।



 

Show all comments
  • Mohamad Firdaus ২২ মার্চ, ২০২০, ১২:৪২ এএম says : 0
    হে আল্লাহ তুমি এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত রেখে দাও, তোমার পাঠানো সৈনিক ক্ষুদ্র একটা করোনাভাইরাস কে আজ বিশ্বের বড় বড় শক্তি মিলেও কিছু করতে পারছে না, তুমি তোমার সৈনিক দিয়ে এই পৃথিবীর যত কাফের মুনাফিক বেইমান আছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও বিশেষ করে যারা গোমূত্র পান করে তাদেরকে তুমি ধ্বংস করে দাও
    Total Reply(0) Reply
  • Sumon Roy Laxman ২২ মার্চ, ২০২০, ১২:৪২ এএম says : 0
    শুধু আলাপ হবে বাকীটা ইতিহাস হবে, আমরা বাঙ্গালী মৃত্যু বানিজ্য সাধারণ ব্যাপার... আল্লাহ সহায় না হলে এক কুৎসিত ভবিষ্যতের অপেক্ষা মাত্র ,,, জানিনা কি অপেক্ষা করছে আমাদের জন্য ... ভাল থাকুন সবাই এই কামনায়,
    Total Reply(0) Reply
  • Boroken Hart Munnu ২২ মার্চ, ২০২০, ১২:৪৩ এএম says : 0
    করোনাকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যাতে দাম না বাড়ে সে দিকে কঠোর ব্যবস্তা নিন। অন্যতায় করোনা ছাড়া ও এদেশের অধিকাংশ গরীব অনাহারে মারা যাবে।
    Total Reply(0) Reply
  • Nightingale Titley ২২ মার্চ, ২০২০, ১২:৪৪ এএম says : 0
    oil your own machine. আর্মিকে ক্ষমতা নিতে হবে। এই গভমেন্ট এর দেশ চালানোর মিনিমাম যোগ্যতা আর নাই। এরা সবকিছুকে সহজ মনে করে। এরা ভাবছে আগের রাতে ভোট চুরির মত করোনাভাইরাস ও নির্মূল করে ফেলবে। এদের বক্তৃতা দেওয়া ছাড়া আর কোন যোগ্যতা নাই। দেশের সব টাকা বিদেশে পাচার করছে। ব্যাংকগুলো ধংসের পথে। করোনা টেস্ট করার কিছু নাই অথচ শত শত টন পটকা আর আতশবাজি কিনছে জন্মদিন উপলক্ষে। যুদ্ধাপরাধীর মত এদের ও বিচার হতে হবে।
    Total Reply(0) Reply
  • Ishtiak Ahmed ২২ মার্চ, ২০২০, ১২:৪৪ এএম says : 0
    সবাই অনুমান নির্ভর হয়ে মাখলুকের পিছনে ছুটছে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে নামায-কালাম ও দোয়া করতে থাকা যথাসম্ভব।সেই সতর্কতার সহিত ভীড় এড়িয়ে চলা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা।
    Total Reply(0) Reply
  • Afroja Akter ২২ মার্চ, ২০২০, ১২:৪৪ এএম says : 0
    সরকারের উচিত খাদ্যদ্রব্য ও ঔষধের দোকান ছাড়া সকল শপিং মল গুলো বন্ধ করে দেয়া। যতদিন না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে কেউ আক্রান্ত না হবেন ততদিন তাদের টনক নড়বে না। আর তাদের টনক নড়তে দেরী হলে আমাদের বারোটা বেজে যাবে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুক।
    Total Reply(0) Reply
  • Md Masum ২২ মার্চ, ২০২০, ১২:৪৫ এএম says : 0
    সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেন এতে আল্লাহ মনে হয় কিছুটা সন্তুষ্ট হবেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ