Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস নিয়ে ২৩টি সুসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ৮:০৮ পিএম

বিশ্বজুড়েই আতঙ্কের সৃষ্টি করেছে করোনভাইরাস মহামারি। এর ফলে প্রতিদিন মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। প্রায় সব প্রত্রিকার শিরোনামেই এর ভয়াবহতার ছবি। তবুও, ভয়াবহ সময়ের মধ্যেই বিশ্বজুড়ে কয়েকটি সংবাদে আশার আলো দেখা যাচ্ছে এবং এই আশা করাও গুরুত্বপূর্ণ। এ রকম ২৩টি সুসংবাদ দেয়া হলো-

১. করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা দিয়েছেন চীনা ধনকুবের ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জ্যাক মা। ২. চীনের কোভিড-১৯ থেকে আক্রান্ত প্রায় ৮০,০০০ লোকের মধ্যে ৭০ শতাংশের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে এবং তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ৩. বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কীভাবে করোনভাইরাসটি মানুষের কোষে বিভক্ত হয়, যা চিকিৎসা বিকাশে উল্লেখযোগ্যভাবে সহায়তা করবে। ৪. কোয়ারান্টাইনের সচেতনতা বৃদ্ধির কারণে কোডোগনো, ইতালির দুটি করোনাভাইরাস ক্লাস্টারের মধ্যে একটি, প্রতিদিন উল্লেখযোগ্যভাবে কম সংক্রমণের রিপোর্ট করেছে। ৫. কানাডার বিজ্ঞানীরা একটি ভ্যাকসিন তৈরির প্রয়াসে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। ৬. চীন আগামী পাঁচ মাসের মধ্যে এই ভ্যাকসিন তৈরি করতে পারে বলে দাবি করে পাঁচটি ভিন্ন ভ্যাকসিনের বিকল্প পরীক্ষা করছে। ৭. ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র করোনারোধী প্রতিষেধকের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে। ৮. সংক্রামক রোগ বিশেষজ্ঞদের একটি দল উহানের করোনভাইরাস প্রাদুর্ভাবের মৃত্যুর হার প্রায় ১.৪ শতাংশ বলে গণনা করেছেন, এটি পূর্বের অনুমানের তুলনায় অনেক কম। ৯. মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্টিলারিগুলি তাদের নিজস্ব স্যানিটাইজার তৈরি করছে এবং বিনামূল্যে বিতড়ন করছে। ১০. বিপুল সংখ্যক ব্যক্তি ঘরে থাকায় শহরগুলোতে বায়ু দূষণ হ্রাস পেয়েছে, ভেনিসের পানি পরিষ্কার হয়েছে। ১১. জনস হপকিন্সের এক গবেষক দাবি করেছেন যে সুস্থ হয়ে যাওয়া করোনভাইরাস রোগীদের অ্যান্টিবডিগুলি ঝুঁকিতে থাকা মানুষকে রক্ষা করতে সহায়তা করতে পারে। ১২. দক্ষিণ কোরিয়ায় সংক্রমিতদের তুলনায় বৃদ্ধি পাচ্ছে সুস্থ হওয়ার সংখ্যা। ১৩. চীনে জীবন-যাত্রা স্বাভাবিক হচ্ছে। পার্ক এবং বিভিন্ন প্রতিষ্ঠান খুলছে, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। ১৪. চীন তাদের সর্বশেষ করোনাভাইরাস হাসপাতালও বন্ধ করে দিয়েছে, সেখানে রাখার মতো পর্যাপ্ত নতুন রোগী নেই। ১৫. অস্ট্রেলিয়ান গবেষকরা ভাইরাসের নিরাময়ের জন্য দুটি ওষুধ পরীক্ষা করছেন। ১৬. সংকট সমাধানের লক্ষ্যে অসংখ্য ব্যবসায়ী-প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। ১৭. অ্যাপল, স্টারবাকস চীনের সমস্ত স্টোর পুনরায় চালু করছে। ১৮. মেট্রোহেলথমেডিক্যাল সেন্টার একটি করোনভাইরাস পরীক্ষা কিট তৈরি করেছে যা কয়েক দিনের মধ্যে নয়, ঘন্টার মধ্যে ফলাফল দেয়। ১৯. ইসরায়েলের বিজ্ঞানীরা কয়েক সপ্তাহের মধ্যে একটি করোনভাইরাস ভ্যাকসিন প্রকাশের আভাস দিয়েছেন। ২০. সান দিয়েগো বায়োটেক সংস্থা ডিউক বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটি করোনভাইরাস ভ্যাকসিন তৈরি করছে। ২১. জাপানি ফ্লু ড্রাগটি করোনভাইরাস চিকিৎসার ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে। ২২. চীন টানা দ্বিতীয় দিন মাত্র একটি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর জানিয়েছে। ২৩. বিশ্বসম্প্রদায়গুলো তাদের প্রতিবেশীদের সহায়তা করার জন্য একত্রিত হচ্ছে। সূত্র: বিউমন্ট এন্টারপ্রাইজ।



 

Show all comments
  • md mobinul islam ২২ মার্চ, ২০২০, ৪:১৯ পিএম says : 0
    assalamo alaikom shamne j amader kawmi madrasar fainal exam ache ei exam ta ki hobe
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ