বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের ওসমানীনগরে শিশু বলৎকারের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার রাতে পুলিশ অভিযুক্ত মাসন মিয়া ওরফে মাসুম (৩৫) কে আটক করা হয়। সে উপজেলার সাদীপুর ইউপির গজিয়া গ্রামের মৃত কলমদর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) রাতে আসামি মাসুম ৯ বছরের বলৎকারের উদ্দেশ্যে এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে একই এলাকার চাঁন মিয়ার পতিত ভিটার পশ্চিম পাশে নিয়ে যায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশ লোকজন ও শিশুটির পিতা মাতা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় গত সোমবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৬)। মামলা দায়েরের পর গত শুক্রবার (২০ মার্চ) রাতে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারকের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বাধীন চন্দ্র তালুকদার অভিযান চালিয়ে গজিয়া গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করে।
ওসমানীনগর থানার অফিসার ইনর্চাজ রাশেদ মোবারক আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।