Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও চিলমারীতে ৪০হাজার ৫শ’ টাকা জরিমানা

করোনা ভাইরাসের অজুহাতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ৬:১৮ পিএম

করোনা ভাইরাসের অজুহাতে পৃথকভাবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও চিলমারীতে চাল,পিঁয়াজ ও রসুনসহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির অভিযোগে ১৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।শনিবার দুপুরে ঐ দুই উপজেলায় পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আদালত পরিচালনা করেন। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম জানান,চাল,রসুন ও পিঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগে ভুরুঙ্গামারী বাজারে অভিযান পরিচালনা করা হয়।এতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ৮টি দোকানের মালিককে ৩১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।অপরদিকে,চিলমারী উপজেলার চিলমারী বাজারে চালের মূল্য বেশি, প্লাষ্টিকের বস্তা ব্যবহার ও পণ্য তালিকা না টাঙ্গিয়ে দেয়ার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ,ডব্লিউ,এম রায়হান শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়াও ব্যবসায়ীদের অযথা মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে হয়রানি না করতে সকলকে এসময় সতর্ক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ