মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে কলকাতা সেন্ট্রাল জেলখানায় দাঙ্গা লেগেছে।দমদম সেন্ট্রাল জেলের একটা বড় অংশের দখল নিয়ে নিয়েছেন বন্দিরা। জেলের ভিতরে আগুন লাগানোর পাশাপাশি মই এনে সীমানা প্রাচীর টপকানোর চেষ্টা করছেন কোনও কোনও বন্দি। -এনডিটিভি, আনন্দবাজার
পুলিশ ও কারাকর্মীদের একটা অংশকে সাজাপ্রাপ্তদের ওয়ার্ডে গিয়ে লুকাতে হয়েছে। জেলের যে অংশের দখল নিয়েছেন বন্দিরা, সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছিলো বাইরে থেকে। তবে কেউ ওই ভাবে পালিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।
পুলিশকে শূন্যে গুলি চালানোর নির্দেশ দেয়া হয়েছে। গুলি চালানোর অভিযোগও উঠেছে জেলরক্ষীদের বিরুদ্ধে। বন্দিরা যাতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে না পড়েন, সেজন্য সাময়িকভাবে পরিবারের লোকজনের সঙ্গে তাঁদের দেখা-সাক্ষাৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য কারাদপ্তর। এই সিদ্ধান্তকে নিয়েই শুরু হয় দাঙ্গা।
দমদমের ১ নম্বর ওয়ার্ডে মূলত বিচারাধীন বন্দিরাই থাকেন। পরিবারের সঙ্গে সাক্ষাৎ বন্ধের প্রতিবাদে এ দিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। দাবি করা হয় সাজাপ্রাপ্ত বন্দিদের মতো তাদেরও প্যারোলে ছাড়তে হবে।
কিছুক্ষণের মধ্যেই এই বিক্ষোভ সংঘর্ষের আকার নেয়। অভিযোগ, ওই সংঘর্ষ চলাকালীন জেল পুলিশ এবং বাইরে থেকে র্যাফ এসে ওয়ার্ডের মধ্যেই বিচারাধীন বন্দিদের উপর ব্যাপক লাঠিচার্জ করে। তার বদলে ওয়ার্ডে ব্যাপক ভাঙচুরও চালান বিক্ষুব্ধ বন্দিরা। বিক্ষুব্ধ বিচারাধীন বন্দিরা সেইসময় ওয়ার্ডের গেট ভেঙে বাইরে বেরুনোর চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁরা দা এবং কুড়ালের মতো অস্ত্রও হাতে তুলে নিয়েছেন বলে কর্তৃপক্ষের দাবি ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।