পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টঙ্গীর মিলগেইট কলাবাগান এলাকায় মাদক সেবনে বাধা দেয়ার ঘটনায় সন্ত্রাসী হামলায় কলেজছাত্র আব্দুল মালেক (২৪), শরীফ (২৩), জয় (২৪), রাজিব (২৩), শাকিল (২২), নাসির (২০) গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেছে।
এলাকাবাসী জানায়, রকি, রনি, মনির ও সালেহা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইতঃপূর্বে রকি হামীম গ্রæপের পেছনে বসে মাদক সেবন করছিল। এলাকাবাসী তার মাদক সেবনে বাধা দেয়। এতে সে উত্তেজিত হয়ে তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই প্রেক্ষিতে গতকাল বিকাল ৫টার সময় মালেক, শরীফ, জয়, রাজিব, শাকিল ও নাসির কলাবাগান মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাহির হওয়ার পরপরই আগে থেকে ওঁৎ পেতে থাকা রকি, রনি, সালেহা ও মনিরের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।
এতে মালেক, শরীফ, জয়, রাজিব, শাকিল ও নাসির গুরুতর আহত হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।