পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের আলিম পরীক্ষায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অধিকার করেছে। এ মাদরাসা থেকে ১ হাজার ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৬১৫ জন অ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাছাড়া অ গ্রেড ৭৬৪ জন, অ- গ্রেড ৭১ পেয়েছে। ঈর্ষণীয় এই ফলাফলে মাদরাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার তৈরি হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভালো ফলাফলের জন্য তা‘মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারী শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন এবং প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমান এ জন্য মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরির্চযা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। জাতির এ বিশাল আমানত রক্ষায় তিনি আল্লাহ তায়ালার নিকট তাওফীক ও দেশবাসীর কাছে দু‘আ কামনা করেন।
উল্লেখ্য, তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা থেকে ৪২৬ জন শিক্ষার্থীর মধ্যে ১১১ জন অ+ ও ২৫৯ জন অ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তা‘মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, মাতুয়াইল থেকে ২১৯ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫ জন অ+ ও ১২৫ জন অ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।