মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে একটি নতুন আইন পাস করেছে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ফ্যামিলিস ফার্স্ট করোনা ভাইরাস রেসপন্স অ্যাক্ট’ নামের ওই নতুন আইনের আওতায় বিনাম‚ল্যে করোনা পরীক্ষা করাতে সমর্থ হবে মার্কিনিরা। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪, ৩২৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২১৭ জনের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার করোনা মহামারির বিরুদ্ধে লড়াই জোরালো করতে মার্কিন সিনেট ৯০-৮ ভোটে ‘ফ্যামিলিস ফার্স্ট করোনা ভাইরাস রেসপন্স অ্যাক্ট’ পাস করে। কয়েক ঘণ্টা পরই সেই বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে বিলটি। নতুন আইনের ফলে বিনাম‚ল্যে করোনা পরীক্ষার সুবিধার পাশাপাশি আক্রান্ত ও তাদের পরিচর্যায় থাকা ব্যক্তিরা বেতনসহ ছুটি পাবেন। করোনা রুখতে এর আগে ৮.৩ বিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ তহবিল মঞ্জুর করেছিল মার্কিন সংসদ। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।