Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্রমণ ‘খুব খারাপ’ অবস্থায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশে করোনাভাইরাসের সংক্রমণ ‘খুব খারাপ’ অবস্থায় রয়েছে। তিনি বৃহস্পতিবার এমন সময় একথা বললেন যখন স¤প্রতি তিনি আমেরিকায় করোনার সংক্রমণকে ‘ডেমোক্র্যাটদের প্রতারণা’ বলে মন্তব্য করেছিলেন। ট্রাম্প আরো দাবি করেছেন, মার্কিন বিশেষজ্ঞরা করোনাভাইরাস প্রতিরোধের টিকা আবিষ্কারের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনি এক্ষেত্রে আইনি বাধা অপসারণের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। এর আগে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় জরুরি অবস্থা জারি করেছিলেন। এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোর সম্মিলিত সংস্থা গত রোববার এক প্রতিবেদনে বলেছে, দেশটির নয় কোটি ৬০ লাখ মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এদের মধ্যে চার লাখ ৮০ হাজার মানুষের প্রাণহানি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়েবসাইট ‘ট্রুথ আউট’ স¤প্রতি লিখেছে, দেশটির দুই কোটি ৮০ লাখ মানুষের কোনো স্বাস্থ্য বীমা নেই। এ অবস্থায় করোনাভাইরাসের হানা আমেরিকার জন্য চরম বিপর্যয় সৃষ্টি করতে পারে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ