Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে মসজিদে মসজিদে করোনা থেকে সুরক্ষায় বিনম্র মোনাজাত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৬:৫৬ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রেহাই পেতে আজ (২০ মার্চ) নগরী সহ সিলেটের মসজিদগুলোতে কান্নার মাতম দেখা দেয় মুসল্লিদের মধ্যে। মসজিদে ইমাম সাহেবদের মুনাজাত পরিচালনার মাধ্যমে কায়মনাাবাক্যে দু’হাত তোলে শরিক হন মুসল্লিরা। জুম্মার নামাজের জামায়াত শেষে মুনাজাতের সময় মুসলি­রা মহান আল্লাহর দরবারে অঝোর ধারায় কেঁদে কেঁদে নিজেদের জীবনের গুনাহের জন্য ক্ষমা এবং প্রাণঘাতি করোনা থেকে বাঁচতে হেফাজত কামনা করেন।

দরগাহ মাজার মসজিদ, বন্দরবাজার জামে মসজিদ, নাইওরপুল, সোবহানীঘাট মাদ্রাসা মসজিদ, কুদরত উল্লাহ, কালেক্টরেট মসজিদ, আম্ভরখানা পয়েন্ট মসজিদ, কদমতলী পয়েন্ট মসজিদ, কুচাই জামে মসজিদ, মোমিনখলা জামে মসজিদ, সোবহানীঘাট মাদ্রাসা মসজিদ, শাহপরান মাজার মসজিদ সহ আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে অসংখ্য মসজিদে । বিশেষ করে সিলেট প্রবাসী অধ্যুষিত হওয়ায় এসব প্রবাসীদের পরিবার-পরিজনদের আকুলতা ছিল লক্ষনীয়। অনেকে কুরআন খতম ও মসজিদে টাকা পয়সা সাদকাহ করে বিশেষ দোয়াও করিয়েছেন ইমামদের দিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোনাজাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ