Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের বাসটার্মিনালে একটি পরিত্যক্ত বাসে আগুন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৫:০১ পিএম

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে নিউ বোরাক পরিবহনের একটি বাসের ভিতর থেকে আকস্মিকভাবে আগুন জ্বলে উঠলে তা কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকর্মীরা নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছেন না। আগুনে বাসটির সকল জানালার কাচ ও সিট পুড়ে গেছে। বাসটির নাম্বার ঢাকা মেট্রো-ব- ১১-৬৮৩৪।

ঘটনার সময় টার্মিনালে থাকা লোকজন জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় টার্মিনালের ভিতরে ওয়ালের পূর্বপাশ ঘেষা নিউ বোরাক পরিবহনের পরিত্যাক্ত একটি বাসের ভিতর থেকে হঠাৎ আগুন জ্বলে উঠে। এসময় টার্মিনাল থেকে ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

বাস টার্মিনালে কর্মরত একাধিক ব্যাক্তির সাথে কথা বলে জানা গেছে নিউ বোরাক পরিবহন নামের দুরপাল্লার এই বাসটি দীর্ঘ প্রায় এক বছর ধরে টার্মিনালে পড়ে আছে। বাসটির মালিকের বাড়ি ঢাকায় বললেও মালিকের নাম কেউ বলতে পারেননি।

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের চেইন মাষ্টার আইনুল হক জানান, বাসটি এখানে প্রায় ১ বছর ধরে পড়ে আছে। বাসটির মালিকের বাড়ি ঢাকায় শুনেছি। কিন্তু তার নাম জানা নেই। শুনেছি বাসের মালিক ব্যাংক থেকে লোন করে বাসটি কিনেছিল। ব্যাংকের সে লোন শোধ করতে না পারায় এখানে এনে রেখেছে। আগুন কিভাবে ধরেছে তা জানা নেই।

এব্যাপারে কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, বাসের মালিকের নাম জানি না। তবে বাসটি এখানে দীর্ঘদিন ধরেই পড়ে আছে। বাসটির দরজা-জানালা সব বন্ধ থাকার পরও কিভাবে আগুন লাগলো সেটা বোধগম্য নয়। তবে আমার ধারনা কেউ কেউ হয়তো গোপনে বাসের ভিতর নেশা করে আগুন ফেলে গেছে। সেখান থেকেই অগুন লাগতে পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ