Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:৩৬ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার ভোরে খুলনা রুপসা থানার বাঘমাড়া গ্রাম থেকে ৪ মামলার ২ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিন খান (৩৬) এবং উপজেলার বকশির ঘটিচোরা গ্রাম থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ মিয়া (৪৮) নামে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহিন উপজেলার পশুরিয়া গ্রামের আবুল কালাম খানের ছেলে ও ফিরোজ উপজেলার বকশির ঘোটিচোরা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

থানা সূত্রে জানাযায়, শাহিন খানকে সিআর-৭৯/২০১২ মঠবাড়িয়া মামলায় ১বছরের কারাদন্ড ও ১৫লাখ টাকা জরিমানা,সিআর-৬৬/১৯ মঠবাড়িয়া মামলায় ৬ মাসের কারাদন্ড ও ২লাখ টাকা জরিমানা,সিআর-৫৪৮/১৭ মঠবাড়িয়া মামলায় ৬ মাসের কারাদন্ড ও ১লাখ ৪০হাজার ৭শ ৪৫টাকা জরিমানা এবং সিআর-৪২৬/১৮মঠবাড়িয়া মামলায় ৪ মাসেরকারাদন্ড ও ৬৫হাজার টাকা জরিমানা করে আদালত। অপর দিকে ২০১৪ সালের সি আর- ১৩৪/১৪ মঠবাড়িয়া মামলায় ফিরোজ মিয়াকে ৬ মাসের কারাদন্ড ও ৫৬হাজার টাকা জরিমানা করে আদালত।

মঠবাড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী শাহিন ও ফিরোজ পুলিশের চোখ ফকি দিয়ে পালিয়ে ছিল। তাদেরকে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ