বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অত্যধিক চরম ভাবাপন্ন হয়ে উঠেছে আবহাওয়া-জলবায়ু। রুদ্র রুক্ষতা বাড়ছে পরিবেশ প্রকৃতির আচরণে। আরও প্রবল আকারে ঘন ঘন ঘূর্ণিঝড়, তাপদহনসহ অদূর ভবিষ্যতে পৃথিবীতে বৃদ্ধি পাবে নানান দুর্যোগ-দুর্বিপাক। এর পরিণামে মানুষের দুর্ভোগ হবে ক্রমাগত দুঃসহ। আর ঝুঁকি ও ক্ষয়ক্ষতির শিকার হবে দেশে দেশে অসংখ্য মানুষ। বিজ্ঞানীদের নতুন গবেষণায় এহেন অশনি সঙ্কেত দেওয়া হয়েছে।
স্ট্যানফোর্ট বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী নোয়া এস. ডিফেনবাগের নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয়। এর ভিত্তিতে গবেষণা নিবন্ধ গত ১৮ মার্চ প্রকাশ করেছে বিশ্বখ্যাত বিজ্ঞান জার্নাল 'সায়েন্স এডভান্সেস'।
বিজ্ঞানী নোয়া এস. ডিফেনবাগ এবং তার গবেষকদল বলছেন, আগের পরিচালিত বিভিন্ন গবেষণা হার মানছে। এসব পূর্বাভাস ওলোটপালট হতে চলেছে। পূর্বেকার ধারণাগুলোকে অতিক্রম করেই বেড়ে চলেছে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের ধারায় পৃথিবীজুড়ে তাপমাত্রা বৃদ্ধির হার।
বিজ্ঞানীদের নতুন এই অনুসন্ধান ও গবেষণায় জানানো হচ্ছে, পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধির গতি ইতোমধ্যেই বেড়েছে অধিকতর। যা আগের অবস্থান কিংবা ধারণার চেয়েও ৮০ শতাংশ বেশি হারে। একই সঙ্গে বিশ্বে আর্দ্রতার মাত্রা আগের ধারনাকে ছাড়িয়ে যাচ্ছে ৫০ শতাংশ। এতে করে গুমোট গরম ভাব বেড়ে চলেছে।
বিজ্ঞানী নোয়া এস. ডিফেনবাগের নেতৃত্বে এই গবেষণায় আগামীদিনগুলোর জন্য অশনি সঙ্কেতই ফুটে উঠেছে। কেননা 'সায়েন্স এডভান্সেস' বলছে, পৃথিবীতে অধিকতর হারে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং আর্দ্রতার মাত্রাও বেড়ে যাওয়ার কারণে হ্যারিকেন-ঘূর্ণিঝড়, তাপদাহ আরো ব্যাপক রূপ ধারণ করতে পারে। বাড়বে বরফ গলনের হারও। তাছাড়া মানুষের জীবনযাত্রায় বিপর্যয় ঘটিয়ে অন্যান্য দুর্যোগের ঘনঘটা বা প্রকোপ বৃদ্ধির শঙ্কা রয়ে গেছে।
এতে করে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং দুর্যোগ ব্যবস্থাপনার ঝামেলা পোহাতে হবে আরও বেশিগুণে।
গবেষকগণ সতর্ক করছেন, বছর বছর ধরে আমরা আবহাওয়া জলবায়ু প্রকৃতির ক্রমাগত চরম ভাবাপন্ন এবং তার বৈরী আচরণ লক্ষ্য করছি। কঠিন বাস্তবতাকে হেলা করে দেখার উপায় নেই। আমাদের সুরক্ষার তাগিদে বুদ্ধি-বিবেচনা, জ্ঞান-কৌশলগুলো সময়মতো কাজে লাগাতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।