Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রনির ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

মোহনগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রনির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতারা। এ ঘটনায় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন তারা। গতকাল দুপুরে বৃহস্পতিবার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তারা ইয়াসির আরাফাত রনির উপর এমপি সমর্থিত কমিশনার লিটনের নেতৃত্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোহনগঞ্জের সাবেক কমান্ডার আব্দুল হক, আওয়ামী লীগের উপদ্রেষ্টা মন্ডলীর সদস্য ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মির্জা আব্দুল গণি, বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব, সাবেক কমান্ডার নূরুল আমিন, সাবেক কমান্ডার সানাউল হুদা শান্তু, সন্তান কমান্ডের সদস্য সচিব ইয়াসির আরাফাত রনি এছাড়াও মোহনগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ