Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার বিরুদ্ধে ইব্রার যুদ্ধ ঘোষণা

জার্মান ফুটবল দলের ২৩ কোটি টাকা অনুদান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বৈশ্বিক মহামারিতে রূপ নেয়া করোনাভাইরাসে আক্রান্ত দুই লাখেরও অধিক মানুষ। এরই মধ্যে মৃত্যু ছাড়িয়েছে ৯ হাজার। অজানা এই ঘাতকের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বিশ্ব। বিশ্বের এই অচলাবস্থার ছাপ পড়েছে ক্রীড়াঙ্গণেও। আক্রান্তদের সহায়তার জন্য তাই চলছে তহবিল সংগ্রহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) হাতে দু’দিন আগেই ১০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে ফিফা। ব্যক্তিগতভাবেও যারা নেমেছেন তাদের মধ্যে জøাতান ইব্রাহিমোভিচ যেন একটু আলাদা। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে যেন যুদ্ধই ঘোষনা করে দিয়েছেন সুইডিশ তারকা। সতীর্থদেরও বলেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

সুইডিশ এই তারকা স্ট্রাইকার এসি মিলানের হয়ে খেলেন ইতালির শীর্ষ লিগে। চীনের পর এই দেশটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সবচেয়ে বাজেভাবে। সম্ভবত দুইবার ৫০ হাজার ইউরো করে অনুদান দিয়েছেন ইব্রাহিমোভিচ। ইনস্টাগ্রাম পোস্টে অন্যদেরও বলেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে, ‘এই ভাইরাসকে হারাতে আমি সহকর্মী, সব পেশাদার অ্যাথলেট এবং যারা ছোট বা বড় আকারে সাধ্যমত সাহায্য করতে চান তাদের উদারতার উপর নির্ভর করছি... চলুন সবাই মিলে করোনাভাইরাসকে তাড়িয়ে দিই এবং এই ম্যাচটা জিতি।’ তার আহŸানে সাড়াও মিলছে দারুণ। এক ঘণ্টার মধ্যে লাখ ইউরো ছাড়িয়েছে তহবিল। বিশাল পোস্টে শেষ লাইনে ৩৮ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘মনে রেখ, ভাইরাস যদি জøাতানের কাছে না যায় তবে জøাতানই ভাইরাসের কাছে যাবে।’

ইউরোপে ইতালির পর নভেল করোনাভাইরাসের প্রাদূর্ভাবে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে স্পেন। পরশু দুপুর পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার। মারা গেছে ৫৫৮ জন।

একজন ফুটবল হিসেবে ইব্রাহিমোভিচ যা করে দেখাতে চাইছেন, সেটা একটি দল হিসেবে করে দেখাল জার্মানি। করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য ২৫ লাখ ইউরো দান করেছে জার্মান জাতীয় ফুটবল দল। বাংলাদেশি মূল্যমানে যা ২৩ কোটি টাকার কিছু বেশি। আনুষ্ঠানিক এক বিবৃতিতে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছে, ‘বিশ্ব ফুটবল স্থবির হয়ে পড়েছে। মানুষের স্বাস্থ্য আর এ ভাইরাস প্রতিরোধ করাই এখন সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। আমরা বুঝতে পারছি, অনেকের পক্ষেই সব থামিয়ে ঘরে বসে থাকা সম্ভব না এবং জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে।’

ফুটবল অ্যাসোসিয়েশনের মহাব্যবস্থাপক অলিভার বিয়েরহফ ভিডিও কনফারেন্সে আরও বলেছেন, ‘আমি খুবই খুশি যে জাতীয় দল দ্রæত সিদ্ধান্ত নিয়ে জরুরি সহায়তা পাঠাচ্ছে। এভাবে আমরা একটা বার্তা পাঠাচ্ছি এবং সবাইকে জানিয়ে দিচ্ছি, আমরা সবাই এই লড়াইয়ে ঐক্যবদ্ধ এবং মানুষকে সাহায্য করতে চাই সবাই। এটা খুবই গুরুত্বপ‚র্ণ যে আমরা সবাই একটা দল হিসেবে কাজ করি। শুধু জাতীয় দল নয়, বরং পুরো জার্মানি একটি দল হিসেবে কাজ করি।’

ইউরোপে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। জার্মানিতে মৃত্যুর (৩১ জন) ঘটনা ইতালি, স্পেন, ফ্রান্স বা যুক্তরাজ্যের তুলনায় কম হলেও সংক্রমণের দিক থেকে তিনে আছে দেশটি। এখনো পর্যন্ত ১৩ হাজারেরও বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে জার্মানিতে। ইতালি বা স্পেনের মতো যেন ভয়াবহ আকার ধারণ না করে সে চেষ্টা চালাচ্ছে দেশটি। আর সে লড়াইয়ে যার যার অবস্থান থেকে লড়াইয়ের চেষ্টা চালানো হচ্ছে।

এ ব্যাপারে জার্মানি ও বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার লিওন গোরেৎসকা বলেছেন, ‘ফুটবল বর্তমানে স্তব্ধ হয়ে আছে এবং স্বাস্থ্যই অগ্রাধিকার পাচ্ছে। আমি সবাইকে বলব নিজের কাজ করুন এবং অন্যের জন্য উদাহরণ সৃষ্টি করুন। আমাদের জাতীয় দল ২৫ লাখ ইউরো দিয়েছে এবং আশা করি আপনারা সবাই আমাদের অনুসরণ করবেন এ কাজে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ