রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় নোভেল করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে আতঙ্ক না হয়ে সচেতন হওয়ার জন্য উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সকলকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি বলেন, আমরা যদি সচেতন হই তাহলে এ ভাইরাস হতে রক্ষা পাওয়া যাবে। তাই এ ব্যাপারে সচেতন ও পরিস্কার পরিচ্ছন্নতা থাকার ব্যাপারে গতকাল বৃহস্পতিবর সকাল ১০টায় কাপ্তাই ইউনিয়ন এলাকার জেটিঘাট ও নতুনবাজার এলাকায় জনসচেতনমূলক লিফলেট বিতরণ করে।
এ সময় তিনি আরও বলেন, কাপ্তাই উপজেলায় প্রায় ৩৫ জন বিদেশ হতে আগমন করেছে তাদেরও নিভির পর্যবেক্ষণে নিজ বাড়িতে ১৪ দিন থাকার পরামর্শ দেন। কেউ যদি সরকারের এ আদেশ না মানে তাহলে জরিমানাসহ বিভিন্ন শাস্তি ভোগ কারার কথাও বলেন। লিফলেট বিতরণ কালে ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, নতুন বাজার, জেটিঘাাট বাজার কমিটি, ইউপি সদস্য, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, জাতীয় উদ্যান কমিটির (সিএমসি) সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।