Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনুষ্য সৃষ্ট নয় করোনা

যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বিশ্বজুড়ে আতংক ছড়িয়ে দেওয়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস কোনো ‘গবেষণাগারে তৈরি হয়নি’, প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে ভাইরাসটির উদ্ভব হয়েছে বলে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। এই প্রতিবেদন রোগটির উৎপত্তির বিষয়ে সব ধরনের ষড়যন্ত্র তত্ত¡কে নাকচ করে দিয়েছে বলে মত টেলিগ্রাফের। খবরে বলা হয়, করোনাভাইরাস নিয়ে একে অপরকে দুষছে চীন ও যুক্তরাষ্ট্র। উভয় দেশই দাবি করছে, মানুষের হাতে ল্যাবে তৈরি হয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এমন দাবি উড়িয়ে দিয়েছে বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানীরা জানায়, প্রকৃতি থেকেই উৎপত্তি হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসের। করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স থেকে প্রাপ্ত তথ্য পরীক্ষা করে এমনটি দাবি করেছে বিজ্ঞানীরা। ন্যাচার মেডিসিন জার্নালে প্রকাশিত জার্নালে স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানী প্রফেসর ক্রিস্টিয়ান আন্ডেরসেন বলেন, জিনোম সিকোয়েন্স থেকে প্রাপ্ত তথ্য থেকে এটা আমরা দৃঢ়ভাবে বলতে পারি করোনাভাইরাস প্রাকৃতিকভাবেই এসেছে, মনুষ্য সৃষ্ট নয়। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের করোনা ভাইরাসের উৎপত্তি হয়। আর এরপরই ভাইরাসটির জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা শুরু করে বিজ্ঞানীরা। বিশ্বের প্রায় ২ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৮ হাজার ৭০০ জন। অপরদিকে, আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, এ পর্যন্ত ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৩৬৭। এর মধ্যে ৮,৯৭০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৭৪৯। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। ৭০ তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। আন্তর্জাতিক চীনের বাইরে করোনা ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। টেলিগ্রাফ, রয়টার্স, বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ