Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডলারের বিপরীতে পাউন্ডের মূল্য ৩৫ বছরে সর্বনিম্নে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বিগত ৩৫ বছরের মধ্যে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দর মার্কিন মুদ্রা ডলারের বিপরীতে সবচেয়ে নিচে নেমে এসেছে। ব্রিটিশ সময় বুধবার দুপুরে এক পাউন্ডের বিপরীতে ডলারের দর ছিল ১.১৮৫২। অর্থাৎ, ১.১৯ ডলার দিয়ে এক পাউন্ড কেনা যাচ্ছে। এর আগে ডলারের বিপরীতে পাউন্ডের দর এই পর্যায়ে নেমে এসেছিল ১৯৮৫ সালে। সেসময় ডলারের দর বেড়ে গিয়েছিল, পাউন্ডের কমেনি। বিশ্বজুড়ে করোনা ভাইরাস (কভিড-১৯) আতঙ্কে অর্থনীতিগুলো যখন কেঁপে উঠছে। এর মাঝেই পাউন্ডের দর কমলো। এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান। খবরে বলা হয়, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখের বেশি। মারা গেছেন ৮ হাজারের বেশি। ব্রিটেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০। মারা গেছেন ৭১ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ৫০ রাজ্যেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৫০০০। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ভাইরাসটির কারণে বিশ্বজুড়ে স্থবির হয়ে পড়ছে উৎপাদন, ব্যবসা। চাপ বাড়ছে অর্থনীতিতে। প্রতিনিয়ত শেয়ার বাজারে ধস নামছে। এর মাঝে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রিও বেইলি পাউন্ডের পতনের কথা জানালেন। মুদ্রা নীতিমালা কমিটির পরবর্তী বৈঠকে এ ব্যাপারে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। দ্য সান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ