Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেম শেম স্লোগান শপথ নিলেন গগৈ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

প্রেসিডেন্ট মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় শপথ নিয়েছেন ভারতের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অযোধ্যা মামলায় বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায় ঘোষণা করেছিলেন তিনি। তার এই নিয়োগ নিয়ে দেশটিতে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। সমালোচকরা বলছেন, এটা স্বাধীন বিচার ব্যবস্থার জন্য ক্ষতিকর। পার্লামেন্টের প্রধান বিরোধী দল কংগ্রেস বলছে, এটা সংবিধানের মূল কাঠামোয় গুরুতর, নজিরবিহীন ও ক্ষমার অযোগ্য আঘাত। বৃহস্পতিবার শপথের জন্য যখন তার নাম ঘোষণা করা হয়, তখন কংগ্রেস ও বাম রাজনৈতিকে দলের সদস্যরা ‘শেম শেম’ বলে সেøাগান দেন। পরে তারা ওয়াকআউট করে বের হয়ে যান। দ্বিতীয় প্রধান বিচারপতি হিসেবে রাজ্য সভার সদস্য হিসেবে শপথ নিলেন গগৈ। তার আগে রঙ্গনাথ মিশ্র একই কাজ করেন। ১৯৯১ সালে অবসর নেয়ার সাত বছর পর কংগ্রেসের
হয়ে তিনি রাজ্যসভায় আসেন। ইন্ডিয়া টুডে, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ