মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। দুই মাস আগে করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। আসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, রবিবার বিকেল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার। ৮৬ বছর বয়সী গগৈ তিনবার আসামের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। গত ২৫ আগস্ট তরুণ গগৈ এর করোনা সংক্রমণ ধরা পড়ে। পরের দিন তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রায় দুই মাস চিকিৎসা শেষে গত ২৫ অক্টোবর বাড়ি ফেরেন তিনি। কিন্তু তারপর বেশি আর বাড়ি থাকতে পারেননি। গত ২ নভেম্বর হাসপাতালে ভরতি করা হয় তাকে। বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে পড়া ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাকে। সোমবার সকালে হাসপাতালে তাকে দেখতে যান আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সাংবাদিকদের বলেন, ‘সাবেক মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’ কিন্তু ফিরে আসা আর হল না তরুণ গগৈ-এর। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।