মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন মারা গেছেন। যা একদিনের হিসাবে সর্বোচ্চ সংখ্যাক মৃত্যু।
বৃহস্পতিবার (১৯ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের পরে ইতালিতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯৭৮ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭১৩ জনে। তথ্য অনুযায়ী, মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে বর্তমানে চীনের পরেই ইতালি।
গত রোববার ইতালিতে ৩৬৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে যত মানুষ মারা গেছেন তার ৩৪ দশমিক ৩ শতাংশ ইতালিতে।
ভূমধ্যসাগরীয় এই দেশটি অবরুদ্ধ অবস্থায় দ্বিতীয় সপ্তাহ পার করছে। কিন্তু, সেখানে মৃত্যুর হার কমছে না, বরং প্রতিদিন বাড়ছে। এ অবস্থায় দেশের মানুষকে মনোবল শক্ত রাখার আহ্বান জানিয়েছেন ইতালি সরকার।
ইতালির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট প্রধান সিলভিও ব্রুসাফেরো বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের পরামর্শ হল, হাল ছাড়বেন না। মনোবল হারাবেন না। এই অবস্থা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে।’
চীনের একদল বিশেষজ্ঞ ইতালিকে সহায়তার আশ্বাস দিয়েছে।
গত ১২ মার্চ থেকে অবরুদ্ধ অবস্থায় আছে ইতালি। ২৫ মার্চ পর্যন্ত সেখানের ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই সময়সীমা আরও বাড়ানো হবে হবে বলে জানিয়েছের দেশটির সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।