Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে পাওনা টাকার জেরে অটোচালক খুন

আসামিদের স্বীকারোক্তি

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

পাওনা টাকার জের ধরে ময়মনসিংহের নান্দাইলে অটো চালক রতন মিয়া খুন হয়েছেন। লোমহর্ষক এ হত্যাকান্ডে জড়িত ৪ যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বর্ননা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় খবরের সত্যতা নিশ্চিত করেছেন ডিবি ওসি শাহ কামাল আকন্দ। তিনি জানান, পাওনা টাকার জের ধরে অটো চালককে খুন হয়। মঙ্গলবার রাতে এ হত্যাকান্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার সুতিভরট গ্রামের মো. রিয়াদ আহমেদ সজিব(২১), মো. খোরশেদ আলম (১৯), মো. সোহেল রানা ও মো: রিপন মিয়া (১৮)। গতকাল বুধবার দুপুরে গ্রেফতারকৃতরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটোচালক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ