মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনাভাইরাসের কারণে ছয় মাসের জন্য দুর্যোগ ঘোষণা করেছে দক্ষিণ-প‚র্ব এশিয়ার দেশ ফিলিপাইন। এই ঘোষণার ফলে ভাইরাসটি প্রতিরোধে জরুরি রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ বরাদ্দ করার সুযোগ পাবে কেন্দ্র ও প্রাদেশিক সরকার। ফিলিপাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিএনএ এ খবর জানিয়েছে। ফিলিপাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয় দুর্যোগের এই ঘোষণা সরকারকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সহায়তা চাওয়ার পথ তৈরি করে দেবে। যদি প্রয়োজন পড়ে তাহলে তাহলে সশস্ত্র বাহিনীর সাহায্যও চাওয়ার অনুমতি পাবে সরকার। জাতীয় দুর্যোগ ঘোষণার আগে গত ৯ মার্চ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে ফিলিপাইন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১৮৭ জন আক্রান্ত হয়েছেন যারমধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। পিএনএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।