Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবরীর সিনেমায় নতুন নায়িকা সালওয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

অভিনেত্রী কবরীর নির্মাণাধীন চলচ্চিত্র ‘এই তুমি সেই তুমি’র জন্য নতুন নায়িকা খুঁজেছিলেন। মাসখানেক ধরে কয়েকজনের সঙ্গে আলাপও করেছিলেন। অবশেষে খুঁজে পেয়েছেন পছন্দের নায়িকা। নায়িকা হিসেবে বেছে নিয়েছেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার প্রথম রানার্সআপ নিশাত নাওয়ার সালওয়াকে। কবরী বলেন, গল্পের সঙ্গে মানায় এমন পরিপাটি এক মুখ চাচ্ছিলাম। সালওয়াকে দেখে মনে হয়েছে ও আমার সিনেমার জন্য উপযুক্ত। এজন্য তাকে নিয়েছি। কবরীর মতো তারকার নির্দেশনায় কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন সালওয়া। উচ্ছ¡সিত হয়ে বললেন, কবরী ম্যাডামের সঙ্গে সিনেমার বিষয়ে আলাপ হয়েছে। একদিন তার বাসায় গ্রুমিংয়েও অংশ নিয়েছি। প্রায় দুঘণ্টা তিনি অভিনয়ের নানাদিক বুঝিয়েছেন। অল্পতেই আমাকে আপন করে নিয়েছেন। কাজটির জন্য তার পরামর্শ অনুসরণ করছি। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। তিনি আমার উপর যে আস্থা রেখেছেন সেটার যথাযথ মূল্য দিতে সর্বোচ্চ চেষ্টা করবো। উল্লেখ্য, সরকারী অনুদানের এ সিনেমায় সালওয়ার নায়ক থাকছেন রিয়াদ রায়হান। ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত রিয়্যালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় রিয়াদ প্রথম রানার আপ হয়েছিলেন। ইতোমধ্যে সিনেমাটির শূটিং শুরু হয়েছে। এ সিনেমার মাধ্যমে প্রথমবার সংগীত পরিচালক হতে যাচ্ছেন সাবিনা ইয়াসমিন।



 

Show all comments
  • hi ১৯ মার্চ, ২০২০, ৫:২৯ পিএম says : 0
    ok
    Total Reply(0) Reply
  • Chamily ২৯ অক্টোবর, ২০২০, ৩:২৮ পিএম says : 0
    এগিয়ে যান,প্রিয়রা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ