Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় নিজেকেই বন্দি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০০ এএম

দিন যত গড়াচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। এদিকে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জেমস বন্ডের বান্ধবীর চরিত্রে অভিনয় করা ওলগা কুরলেনকো। নিজেই ইনস্টাগ্রামে সে কথা জানিয়েছেন ওলগা। ইনস্টাগ্রামে একটি বন্ধ জানালার ছবি দিয়ে লিখেছেন, নিজেকে ঘরে বন্দী করে রেখেছেন।

ওলগা গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, ‘গত এক সপ্তাহ ধরেই তিনি জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। তারপর করোনাভাইরাস টেস্ট করাতে তা পজিটিভ আসে।’
চল্লিশে পা দেয়া অভিনেত্রীর জন্ম ইউক্রেনে। ১৩ বছর থেকেই মডেলিং জগতে প্রবেশ করেন। সব থেকে বেশি পরিচিতি পান ২০০৭ সালে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে ‘জেমস বন্ড’-এর ‘কোয়ান্টাম অফ সোলেস’-এ অভিনয়ের জন্য। তারপর ২০১৩ সালে সায়েন্স ফিকশন সিনেমা ‘অবলিভিয়ন’-এও অভিনয় করেন ওলগা কুরলেনকো। ওলগা আক্রান্ত হওয়ার পর সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন। সূত্র : ডেইলি মেইল।



 

Show all comments
  • নূরুল্লাহ ১৮ মার্চ, ২০২০, ৩:০৮ পিএম says : 0
    অভিনয় মশকরা? গযব ছাড়বে না তোমাদের।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ