প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অনন্ত জলিলের নতুন সিনেমা দিন-দ্য ডে সিনেমাটির নির্মানের প্রস্তুতিকালেই তিনি বলেছিলেন, এ সিনেমাটি পুরোপুরি হলিউডের অ্যাকশন সিনেমার মতো হবে। হলিউডের অ্যাকশন সিনেমায় দর্শক যা দেখতে পান, তাই তারা এ সিনেমা থেকে পাবেন। তার এ কথার পুরোপুরি প্রতিফলন ঘটেছে সিনেমাটিতে। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলর অনন্ত জলিলের ইউটিউবে প্রকাশ করা হয়েছে। তা দেখে দর্শক চমকে যাচ্ছেন। ট্রেইলর দেখে মনে হচ্ছে, এটি হলিউডেরই কোনো সিনেমা। অনেকে বলছেন, বাংলাদেশে এমন সিনেমা হতে পারে, বিশ্বাসই করা যায় না। অ্যাকশন, স্টান্ট, লোকেশন, ফটোগ্রাফি সবকিছু দেখে তারা বিস্মিত হচ্ছেন। এর মধ্যে বাংলাদেশের নায়ক অভিনয় করছেন, এটা আরও বিস্ময় জাগানিয়া। মনে হচ্ছে, হলিউডেরই কোনো নায়ক এ সিনেমায় অভিনয় করেছেন। ট্রেইলারেই যদি এমনটি মনে হয়, তবে পুরো সিনেমাজুড়ে আরও কত কি রয়েছে, তা বলা বাহুল্য। বাংলাদেশের চলচ্চিত্রে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সিনেমা নির্মাণ করে অনন্ত প্রায় দশ বছর আগে মাইলফলক সৃষ্টি করেছিলেন। সেখানেই তিনি থেমে থাকেননি। তার একের পর এক সিনেমায় প্রযুক্তির চমক দেখেছেন দর্শক। তবে অতীতের সবকিছু ছাপিয়ে তিনি এবার নতুন মাইলফলক সৃষ্টি করলেন। সত্যিকার অর্থে হলিউডের সিনেমাই তিনি উপহার দিতে যাচ্ছেন। হলিউডের অ্যাকশন-থ্রিলার সিনেমার গল্প যেমন দেশ থেকে দেশে বিস্তৃত হয়, সেই সাথে টানটান উত্তেজনা থাকে, ঠিক তেমনই কিংবা কোনো কোনো ক্ষেত্রে দিন-দ্য ডে’র বিস্তৃতি আরও বহুদূর সম্প্রসারিত হয়েছে। হবেই বা না কেন, যে সিনেমার বাজেট ১০০ কোটি টাকা এবং নির্মাতা ইরানের সে সিনেমা বিশ্বমানের হবে, এটাই স্বাভাবিক। ভয়াবহ সব অ্যাকশন দৃশ্য এবং গল্পের ট্যুইস্ট সিনেমাটিকে দর্শকদের এক মুহূর্তের জন্যও অমনোযোগী করতে পারবে না, এটা নিশ্চিত করে বলা যায়। বিস্ময়ের ঘোরে থেকেই বলতে হবে, বাংলাদেশে কি এমন সিনেমা নির্মাণও সম্ভব! হ্যাঁ, সম্ভব। অনন্ত জলিল তা সম্ভব করে ছাড়েন। দিন-দ্য ডে তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এ সিনেমাটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী যে হলিউডের সিনেমার সাথে পাল্লা দেবে, তাতে সন্দেহ নেই। বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করে হলিউডের সিনেমার সাথে পাল্লা দেয়া নিঃসন্দেহে দেশের চলচ্চিত্রের জন্য গৌরবের। বলা যায়, দিন-দ্য ডে সিনেমাটি একটি ইন্ডাস্ট্রি হয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা এবং চলচ্চিত্রের সুনাম ছড়িয়ে দেবে। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি নির্মাণ করেছেন ইরানের মুর্তুজা আতাশ জমজম। এটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেয়া হবে। এখন ইরানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটির শূটিং হয়েছে ইরান, তুরস্ক, আফগানিস্তান ও বাংলাদেশে। এটি ডাবিং করা হয়েছে পাঁচটি ভাষায়। এতে জুটি হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় কাপল অনন্ত ও বর্ষা। এছাড়া ইরান, ফিলিস্তিন, তুরস্ক ও আফগানিস্তানের নামকরা শিল্পীরা অভিনয় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।