Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে মেডিকেল সরঞ্জামের চরম সংকট, মৃতের সংখ্যা ৮৭, পুরো ইউরোপ লকডাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৪:১৬ পিএম

যুক্তরাষ্ট্রে নতুন এক আতঙ্ক দেখা দিয়েছে। স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা সতর্কতা দিয়ে বলেছেন, এই মহামারি মোকাবিলার মতো পর্যাপ্তÍ মেডিকেল সরঞ্জাম তাদের কাছে নেই। এখন পর্যন্ত করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭। বিশ্বজুড়ে এই সংখ্যা ৭১০০ ছাড়িয়ে গেছে বলে জানাচ্ছে জনস হপকিনস ইউনিভার্সিটি। তাদের হিসাব মতে, এখন পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক লাখ ৯১ হাজার ৫০০ মানুষ। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৪০০ ছাড়িয়েছে। কোনো স্থানে এক সঙ্গে ১০ জনের বেশি মানুষকে সমবেত না হতে পরামর্শ দেয়া হয়েছে হোয়াইট হাউজ থেকে। এমন অবস্থায় সেখানে মেডিকেল সরঞ্জামের সঙ্কটের কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অনলাইন সিএনএন এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, লাখ লাখ মানুষ লকডাউন অবস্থায় আছে ইউরোপে এবং এশিয়ার দেশগুলোতে।
বৃটেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বুধবার থেকে দেশজুড়ে চলাচল নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা আরোপ করছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন সোমবার রাতে এ ঘোষণা দিয়েছেন। নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে জনসমাবেশের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে সব ধর্মীয়, স্পোর্টস, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড। সব উপাসনালয় ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর বাইরে থাকবে সুপারমার্কেট, মুদি দোকান। বৃহস্পতিবার থেকে বিদেশ থেকে যাওয়া সব মানুষের জন্য ইমিগ্রেশনে বিশেষ ব্যবস্থা নিচ্ছে দক্ষিণ কোরিয়া। তাদেরকে ওয়ান-টু-ওয়ান তাপমাত্রা চেক করাতে হবে। জাপানের নাগরিকদের ইউরোপের দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ