পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন কেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না, সে বিষয়ে আত্মবিশ্লেষণের প্রয়োজন। আত্মবিশ্লেষণ ছাড়া আত্মশুদ্ধি হতে পারে না। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা-১০ আসনের উপনির্বাচনে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির এ বৈঠকটি হয়।
মাহবুব তালুবদার বলেন, আগামী ২১ মার্চ ঢাকা-১০ আসনের যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নির্বাচন কমিশনের ঐতিহাসিক পদক্ষেপ। বর্তমান কমিশনের তিন বছরের কার্যকালে এই প্রথম প্রার্থীদের সঙ্গে আলোচনা করে বিগত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিজ্ঞতার আলোকে নির্বাচনী প্রচারের বিকল্প ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নির্বাচন কমিশনার বলেন, মাত্র চার দিন প‚র্বে গত ১২ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্রাকটিসেস’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ২০১৮ সালের নির্বাচন অবাধ ও মুক্ত বলে বিবেচিত হয়নি। ব্যালটবাক্স ভরা বিরোধী প্রার্থীর পোলিং এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় বিরোধীদলীয় প্রার্থী ও তাদের সমর্থকদের হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার ও সহিংসতার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। স্বভাবতই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে। কিন্তু ২০১৮ সালের নির্বাচনের পর এ সকল অভিযোগ সম্পর্কে কমিশনের ও আইন-শৃঙ্খলা বাহিনীর আত্মসমালোচনার প্রয়োজন ছিল। এ ক্ষেত্রে রবীন্দ্রনাথের একটি বাণী স্মরণ করি ‘ভালো মন্দ যাহাই আসুক, সত্য রে লও সহজে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।