Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ৪১ প্রবাসী কোয়ারেন্টাইনে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ৯:২৫ পিএম

কোভিড-১৯ সন্দেহে নোয়াখালীর ৯টি উপজেলায় মোট ৪১জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ও চল্লিশ জনকে হোমকোয়ারেন্টাইনে রয়েছে।

সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন মো মোমিনুর রহমান এ তথ্য জানান। পরে তিনি হাম রুবেলা ক্যাম্পেইন বিষয়ে প্রেস ব্রিফিং করেন।

সিভিল সার্জন জানান, জেলার সদর উপজেলায় ২জন, বেগমগঞ্জে ১৪জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিলে ৩জন, কবিরহাটে ৬জন, কোম্পানীগঞ্জে ২জন, সেনবাগে ৪জন, সুবর্ণচরে ১জন ও হাতিয়ায় ১জন প্রবাসীকে কোভিড-১৯ সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ইতালি ফেরত এক প্রবাসীর রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের একটি প্রতিনিধি দল ঢাকা নিয়েছেন।

প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন বলেন, জেলার ৯টি উপজেলায় ৯লাখ ১৬হাজার ৯৯জন শিশুকে হাম রুবেলা টিকাদানের কথা থাকলেও কর্মসূচিগুলো আপাতত স্থগিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোভিড-১৯


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ