Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে করোনায় মৃত্যু ৯১

সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০০ এএম

ফ্রান্সে শনিবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩,৬১১ থেকে বেড়ে ৪,৪৯৯ জনে দাঁড়িয়েছে। এদিন আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ দিয়ে দেশটিতে এই ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দাড়ালো ৯১ জনে। এ কারণে দেশটিতে অত্যাবশ্যকীয় নয় এমন সব প্রতিষ্ঠান ও জনসমাগম নিষিদ্ধ করে দেয়া হয়েছে।

শনিবার রাতে ফরাসী প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ্পে এই সংক্রমণকে ‘শতাব্দির সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সমস্য’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ইনসেনটিভ কেয়ারে মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং শুরুতে সাধারণ মানুষকে জনসমাগম বিশেষক যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা তারা অগ্রাহ্য করেছে।

এর প্রেক্ষিতে শনিবার রেস্টুরেন্ট, ক্যাফে, সিনেমা, নাইটক্লাব ও অত্যাবশ্যকীয় নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। আর খোলা থাকবে খাবারের দোকান, ওষুধের দোকান, ব্যাংক, তামাকের দোকান ও পেট্রল স্টেশন। তবে রবিবারের স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ধর্মীয় প্রতিষ্ঠান খোলা থাকলেও জনসমাগম ও অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আর পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সব স্কুল বন্ধ থাকবে। গণপরিবহন উন্মুক্ত থাকবে তবে ফিলিপ্পে তার নাগরিকদের এগুলোর ব্যবহার সীমাবদ্ধ করতে আহ্বান জানিয়েছেন। তবে নিষেধাজ্ঞার বাইরে সুপারমার্কেট, ফার্মেসী, ব্যাংক এবং পেট্রোল স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে।

ফরাসী জনস্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান জেরোম সালমোন বলেছেন, আক্রান্তদের মধ্যে ৩০০ জনের অবস্থা গুরুতর। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তদের মধ্যে অর্ধেকের বয়সই ৬০ বছরের কম।

এর আগে, গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো ‘জরুরী অবস্থা’ ষোষণা করেন। এর মধ্যে সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। তবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হয়েছে। কিন্তু সেখানে সমাবেশ এবং অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সূত্র : ডেইলি মেইল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ