Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে স্বাভাবিক হচ্ছে জনজীবন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

চীনে মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক হতে শুরু করেছে। ডিসেম্বরের শেষে দেশটিতে নতুন করোনাভাইরাসের উৎপত্তির পর বেইজিং ভ্রমণ সংক্রান্ত যেসব বিধিনিষেধ আরোপ করেছিল, তা ধীরে ধীরে প্রত্যাহার হওয়ায় কাজে ফিরছেন মানুষ। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর এতদিন চীন প্রায় অবরুদ্ধ ছিল। সিএনএন-এর প্রতিবেদনে খবর জানিয়ে বলা হচ্ছে, নতুন করে চীনে মাত্র ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েক সপ্তাহ আগের তুলনায় যা অনেক কম। ওই সময় দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন। এখন যা ঘটছে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। চীনে নতুন করে যেসব আক্রান্তের ঘটনা ঘটছে তা আর দেশব্যাপী বিস্তার ঘটাচ্ছে না। এখন দেশটিতে ম‚লত আক্রান্ত হচ্ছেন অন্যান্য দেশ থেকে যাওয়া মানুষ অথবা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের বাসিন্দারা। অন্যান্য প্রদেশে আক্রান্তের ঘটনা ঘটছে না বললেই চলে। চীনে এখন স্থানীয়ভাবে ভ্রমণ ফের শুরু হয়েছে। মহামারিটির সংক্রমণে চীনের অবস্থা যখন সবচেয়ে খারাপ ছিল তখন দেশটির ১ হাজার ১১৯টি মহাসড়কের প্রবেশ ও বহিরাগমন পথ বন্ধ করে দেওয়া হয়। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, সেসব মহাসড়ক আবার স্বাভাবিক হচ্ছে। এছাড়া দেশটির বিভিন্ন প্রদেশ, শহর এবং কাউন্টির বন্ধ সড়কগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। দেশটির জাতীয় সড়ক নেটওয়ার্ক ফের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, চীনের ২৮টি প্রদেশে আন্তঃপ্রদেশ চলাচল আবার শুরু হয়েছে, যা এতদিন ধরে বন্ধ ছিল। করোনাভাইরাস প্রতিরোধে দেশটির মহাসড়কে ১২ হাজার ২৮টি হেলথ ও কোয়ারেন্টাইন স্টেশন চালু করা হয়েছিল। এসবের মধ্যে এখন পর্যন্ত ১১ হাজার ১৯৮টি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া করোনা আক্রান্তদের চিকিৎসায় অল্পদিনের মধ্যে চালু হওয়া হাসপাতালগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। সিনহুয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ