Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে দিল্লি, কেরালা, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়েও একই রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অফিস থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে, সোমবার থেকে আপাতত আগামী ৩১শে মার্চ পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ভারতে ১৩ই মার্চ শুক্রবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৮১। আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন। অবশ্য এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনও রোগী পাওয়া যায়নি। কলকাতা থেকে বিবিসি-র সংবাদদাতা অমিতাভ ভট্টশালি জানিয়েছেন, রাজ্যে জনজীবন এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও জনমনে উদ্বেগ বাড়ছে। কলকাতায় প্রচুর মানুষকে এখন মুখে মাস্ক লাগিয়ে চলাফেরা করতে
দেখা যাচ্ছে। এবিপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ