Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় শিশু হত্যার দায়ে চাচির যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ৭:৪৭ পিএম

কুষ্টিয়ায় তিন মাস বয়সী শিশু মুক্তা দাসকে হত্যার দায়ে চাচী শাপলা রানী দাস (২২) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত শাপলা রানী দাস সদর উপজেলার আলামপুর দাসপাড়া এলাকার বিশু কুমার দাস’র স্ত্রী কুষ্টিয়ার সরকারি কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, চাঞ্চল্যকর এই শিশু হত্যা মামলাটি স্বাক্ষ্য শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় হত্যাকান্ডের দায়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডযোগ্য হওয়ার পরেও আসামি শাপলা রানী দাসের যেহেতু দুইটি নাবালক শিশু সন্তান আছে, ওই শিশুদ্বয়কে অকালে এতিম না করার বিষয়ে বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সাজার আদেশ দিয়েছেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ